আকাশ ছোঁয়া
আজ গাইবো গান
সবাই মিলে,
নাচবে প্রান
সুরে সুরে,
আজ গাইবো গান
দুঃখ ভুলে,
অশ্রুটুকু মুছে দিয়ে
পাখি কন্ঠে সূর হারিয়ে
ডুববো আজ
সূর সাগরে
সুরের হাওয়ায় ঘূর্নিপাকে,
ঘূরবো আজ সবাই মিলে
সব কিছু ভুলে গিয়ে
মাতাবো আজ
মাতাল প্রেমে,
হারাতে আজ
সুর লহমায়
নেই যে বাঁধা
আকাশ ছোঁয়ায়।
উত্তম শূর
রামগঞ্জ