নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক দোকানিকে নগদ অর্থ প্রদান করেছে স্মার্ট টেকনোলজি বিডির চেয়ারম্যান জহিরুল ইসলাম ।
আজ শুক্রবার উপজেলার পানিয়ালা বাজারে ক্ষতিগ্রস্ত দোকানি জয়নাল আবেদীনের হাতে এ অনুদান তুলে দেন তিনি।
উল্লেখ্য গত ১৮ সেপ্টেম্বর রাতে রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজারে জয়নাল আবেদীনের সততা ষ্টোর মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আজ শুক্রবার ৩ অক্টোবর সকাল ১১ টায় ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আসেন স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান জহিরুল ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর খোঁজ খবর নেন এবং তাকে শান্তনা এতবড় ক্ষতি পুষিয়ে উঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং ক্ষতিগ্রস্ত দোকানীর হাতে নগদ অর্থ তুলে দেন স্মার্ট টেকনোলজির চেয়ারম্যান জহিরুল ইসলাম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক ইকবাল কমিশনার, বিএনপি নেতা মিজানুর রহমান মিরন, উপজেলা যুবদলের সদস্য কামাল উদ্দিন রায়হান, ইউনিয়ন বিএনপির নেতা মফিজুল ইসলাম বাবুল মোল্লা, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহাদাত মিজি, সাধারণ সম্পাদক আব্দুল বারেক পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা এবং পানিয়ালা ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মিয়াসহ পানিয়ালা বাজারের ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।