গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে গাজায় পৌঁছাতে বাধা দেয়ায় অনশনে বসেছেন অভিযাত্রীরা।
বিডি প্রেস নিউজ ডেস্ক:
গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে গাজায় পৌঁছাতে বাধা দেয়ায় অনশনে বসেছেন অভিযাত্রীরা। শুক্রবার ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কমিটি ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আটক হওয়ার পর থেকেই কিছু অভিযাত্রী অনশন শুরু করেছেন।’ এদিকে, শুক্রবার সকালে সুমুল ফ্লোটিলা ঘোষণা করেছে যে ইসরাইলি নৌবাহিনী তাদের সকল নৌযান আটক করে ফেলেছে।
এরপর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা -যাদের মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও রয়েছে- সুমুদ ফ্লোটিলাকে সাহায্য করার আহ্বান জানিয়েছে। জাতিসঙ্ঘ এ বিষয়ে বিবৃতি দিয়ে বলেছে, সুমুদ ফ্লোটিলার উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। এই নৌবহরে ৪৩টি নৌযান ছিল। সুইডেনের নাগরিক ও আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক ছিলেন এই মিশনে। এই নাগরিকদের কেউ পার্লামেন্টারিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী।
সূত্র : আনাদোলু এজেন্সি, নয়া দিগন্ত অনলাইন।