২৭ রমজানের রাত
জায়নামাজে লুটায় মাথা বান্দা তোমার হে পরওয়ার
তোমার দয়ার নহর বিনা নাইযে মুক্তি প্রিয় আমার।
প্রভু আমার পরম প্রিয় অঢেল তোমার দয়ার নদী
অবগাহন করতে পারে এই কামনা নিরবধি।
এই হৃদয়ে পোষণ করি ক্ষুদ্র হৃদয় বান্দা তোমার
মাফ করে দাও তোমার দয়ায় মাংছে দয়া এই গোনাহগার!
মাগছে দয়া হৃদয়লোকের অতলান্ত গভীর হতে
মাগছে দয়া তোমার যে ঐ নি:সীম দয়া-প্রপাত হতে।
মাগছে দয়া বান্দা তোমার দয়ার নি:সীম নহর হতে
দাও দয়া দাও কবুল করো ইবাদতের সাচ্চা ব্রতে।
নফসে ডাকে অকল্যাণের মনোলোভা পথের শোভায়
দাও শকতি লড়তে পারি তোমার নূরের আলোকপ্রভায়।
নবীন তোমার পথের পথিক চায় যে শুধুই একটু দয়া
তবেই লভি ঢের শকতি নেয়ামতের পথে যাওয়া।
পথে যাওয়া পরম পাওয়া পূর্ণতা পাক এই কামনা
করছি ওগো মালিক আমার, গরীব মনের এই বাসনা।